Sunday, September 30, 2012

WOMEN WITH THE WAVE Digital inclusion of Women - Media and ICT Solutions High level forum


WOMEN WITH THE WAVE
Digital inclusion of Women - Media and ICT SolutionsHigh level forum 






Join the high-level forum on empowering women through media in Seoul, 10&11 October.
Is it a wave or is it a ripple? Is the door half open or half closed to equal opportunities for both sexes? Is the movement to explore the potential for half the world’s population on the crest of a wave? Where are we now and what of the next steps in giving women world-wide a voice and power to decide for themselves and their families?

The ABU and ITU have joined forces with KBS, UNESCO and UNI – Apro to initiate a global alliance for digital inclusion and the empowerment of women through media, information and communication technology (ICT). The first step in this direction is the two day high level forum in Seoul in October.

Moving into the international scene to galvanise action for women’s inclusion in the digital space/revolution comes naturally from the ABU’s and ITU’s long commitment to assist their respective members achieve equal representation of women in their organizations, fair portrayal of women in media and to facilitate social and economic development of women and girls through ICTs and media.

The ABU/UNESCO gender mainstreaming project Broadcasting for All: Focus on Gender is in its second year for the ABU members participating in the pilot –

MBC, Maldives; PBS, Philippines; RTM, Malaysia; Thai PBS, Thailand; VOV, Vietnam and Young Asia TV, Sri Lanka. Six more organisations will join the scheme from next year. The Gender Mainstreaming project has two parallel work lines – implementing gender fair policies for attracting, developing and retaining women in nedia management and practical training for producing gender sensitive content across radio and TV formats. 

The Seoul Women With the Wave forum is bringing together leading media and ICT practitioners to take stock of the current status of women in the media and ICT industry, identify strategies and good practices for achieving a higher representation of women in those industries and work on a fairer female portrayal in the media, advertising and movies. Among the speakers are a Nobel Peace Prize winner, an Oscar award winning actress and leaders of international organisations such as ITU and UNESCO.

The forum will create partnerships to take the task of empowering girls and women through digital inclusion, support ITU’s “Technology Needs Girls Campaign”, launch a designated website and draft a Declaration on Empowering Women through Media and ICTs, to be adopted by the ABU members at their General Assembly on the 16 & 17 October 2012 in Seoul.

Women With the Wave will increase the momentum of one of the biggest human and educational movements of our age – to release the potential of the girls and women of Asia. The tide must never go out again. What we are seeking is nothing less than a tsunami of enlightenment and education.

Please join the Women With the Wave forum and make your mark in making Asia a better place for everyone. 

http://www.abu.org.my/Event-_-WWWForum.aspx

World Summit on the Information Society - (WSIS) Forum 2013

World Summit on the Information Society - (WSIS) Forum 2013



ITU, UNESCO, UNCTAD and UNDP welcome all WSIS Stakeholders to the WSIS Forum 2013. WSIS Forum 2013 will be held from 13 to 17 May 2013 and will provide structured opportunities to network, learn and to participate in multi-stakeholder discussions and consultations on WSIS implementation. 

This event builds upon the tradition of annual WSIS May meetings, and its new format is the result of open consultations with all WSIS Stakeholders.

The WSIS Forum 2013 will be hosted by ITU and will take place at the ITU Headquarters in Geneva, Switzerland. Remote Participation will be an integral component of the Forum details on both onsite and remote participation will be available soon.

Onsite participants can network with each other using the imeetyouatWSISForum social networking platform.

http://www.itu.int/wsis/implementation/2013/forum/about.html

Saturday, September 29, 2012

Observing 10th International Right to Know Day 2012 in Bnagladesh

Observing 10th International Right to Know Day
by Right To Information Forum.


To bring the benefit of development, community need to have access to information, which is their right.  Aiming to achieve this objective --- Right to Information Day was observed in the city on 27th September 2012 with a seminar followed by a fair at Shishu Academy premise organised by Right To Information Forum.

Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) actively participated in the overall events along with other organizations working with Right to Information Forum.

The seminar was started with welcome speech from Ms. Shaheen Anam, Convener, Right to Information Forum Mr. Syeed Ahmed, Chief Executive Officer, Institute of Informatics and Development (IID) presented a key note paper on “People’s Participation in Right to Information”. In his paper , he has explained on the importance of information dissemination among all,  particularly among the rural mass.

Mr. Abu Taher, The Acting Chief Information Commissioner, and Ms. Sadeka Haim, Information Commissioner of Information Commission were delivering their speeches as the special guests. Dr. Iftekharuzzaman, The Executive Director, TIB moderated the seminar, where Mr. Rezaul Karim Chowdhury gave vote of thanks.

Around 150 representatives from different organizations working with Right to Information participated in discussion session.  The fair was inaugurated immediately after the seminar.

BNNRC has projected its activities and publications on RTI in line with Community Radio broadcasting through a stall in the fair.
 ------------------

Observing 10th International Right to Know Day
at 14 Community Radio Stations in Bangladesh    

The Fourteen Radio Stations of the country are going to observe "The Right to Know day" in the coming fortnight during 27th September to 11 October 2012.

On the occasion of observing the day, the stations will organize seminar and workshop at local level. In these programs, media experts, dignitaries, govt.officials and local elected representatives will join.

Presently 14 community radio stations are working as a catalyst in raising awareness of the local people regarding their rights to know.  These Radio stations are By broadcasting 100-hour program in a day and Community Radio is now taking place the role of a neo-liberal media. A total of 536 young boys and girls are working as media professionals in these stations. Simultaneously, 125 members (98 male and 27 female), selected from the local community joined in Radio Management Committees took initiatives to operate radio stations on rural setting. This has made their position more valid on demand side for information accesss.More 22 Radio stations are waiting for license after getting security clearance.

On this backdrop, 14 community radio stations, are observing Right to know day for the first time in Bangladesh under the technical and financial assistance of Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) and Free Press Unlimited.

------------



Bazlu
_______________________
AHM. Bazlur Rahman-S21BR
Chief Executive Officer
Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)
[NGO in Special Consultative Status with the UN Economic and Social Council]
&
Head, Community Media Academy

House: 13/1, Road: 2, Shaymoli, Dhaka-1207  Bangladesh
Phone:             +88-02-9130750      ,             +88-02-9138501      , Cell: +88 01711881647
Fax: 88-02-9138501-105,
E-mail: ceo@bnnrc.net, bnnrcbd@gmail.com  www.bnnrc.net



Capacity Building Workshop for Women Community Radio Broadcasters of South Asia & South Asian Consultation: Voices for Change and Peace


Bangladesh Delegation for Joining

Capacity Building Workshop for Women Community Radio Broadcasters of South Asia
&
South Asian Consultation: Voices for Change and Peace

19-24 November, 2012, New Delhi, India




Community Media in Bangladesh: Open Budget in Community Radio in Bangladesh

Community Media in Bangladesh: Open Budget in Community Radio in Bangladesh

Open Budget in Community Radio in Bangladesh


Monday, September 24, 2012

Call for Community TV in Bangladesh


Call for Community TV

by SHAFIQ RAHMAN of  PROBE NEWS MAGAZINE


And now there is a demand for Community Television. Bangladesh NGO's Network for Radio and Communications (BNNRC), on May 22 this year, had submitted a letter to the Information Minister at the time, Abul Kalam Azad, calling for a community television policy.

AHM Bazlur Rahman, the executive head of BNNRC, has said that they have taken initiative to form a
consultation team in this regard. In the meantime, the 22 community radio stations now operating in the country are airing 100 hours of programmes per day. Bazlur Rahman says this indicates just how effective community television will be in the field.

He says, "People would scoff at us when  we spoke of community radio, saying it would not be possible to run radio stations at a rural level for any significant length of time. But we have proved them wrong and community radio is popular and running successfully."

"Now is the time to look towards community TV," he says. "Mainstream TV is hostage to the corporate world and so there is need for television that addresses the needs and interests of the deprived, down-trodden people of the country."

He continues, "The number of TV stations in the country is not all that much considering a burgeoning
population of 150 million. And community television is very different from mainstream TV where the voice of
the rural people is lost in the clamour of national and international news. Maybe once a day they telecast district news, that too in a perfunctory manner. Community TV is needed at the grassroots."

He says that this television will not be competition for mainstream TV, but complementary. The first community television of the region was started in 2007 in Lumbini, Nepal. It was called Lumbini Television.
It telecasts programmes of development, education, health, information and entertainment. Bangladesh too can have similarly sussessful community TV stations all over the country, Bazlur Rahman says.

Developing Community Radio Programme on Budgeting Process in Bangladesh


PDFPrintE-mail
alt
Community Radio as a platform for Raising Mass Awareness
In a partnership with Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC), ANSA-SAR has started to work on Community Radio to raise Mass Awareness on Budgeting. Now a day Community Radio has become a powerful platform to reach the remote. Since Bangladesh govt. has approved and provided license to 14 initiators to install Community Radio throughout the country, till today 14 Community Radio stations has already started 91.5 hours community broadcasting on significant social issues like education, information, entertainment and development motivation. According to BNNRC there are 536 rural youth are working with the community radio stations as a rural broadcaster.
Regarding the emerging role of Community Radio in propagating social message to the community people of rural areas of Bangladesh, ANSA-SAR has stepped on the way to produce radio programmes on different aspects of Budget and budgeting process. The creative programmes have already initiated to mould the popular form of music and folk theatre to generate infotainment product for community people. The magazine program format has included issue-based songs, dramas, interviews, success stories and finally audience feedback and suggestions. The Community Radio programmes have designed to corroborate the issues as follows:          
•    Budget Management at local level 
•    Monitoring and tracking of local budget management 
•    An overview of National budget
•    Relation between National and local budget
•    Community participation in local budgeting process
The objective of these CR programmes are to produce and broadcast programs through 14 Community Radio stations, on budgeting process so that citizens are sensitized to participate in different stages of the process.


                             

Wednesday, September 19, 2012

Initiate the process for a policy of Community Television Towards Strengthening of Right to Information in Bangladesh


Date: September 20, 2012

To
Mr. Hasanul Haq Inu, MP
Hon’ble  Minister
Ministry of Information 
Government of the People’s Republic of Bangladesh
Bangladesh Secretariat
Dhaka-1000 


Sub:    Initiate the process for a policy of Community Television
Towards Strengthening of Right to Information in Bangladesh

 
Dear Sir,
Greetings from Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)

You will be pleased to know that all 14 community radio stations of the country (licensed under your efficient leadership) is now broadcasting 100 hours programs in a day. The important programs presently on-air include education, information related to life & livelihood, local entertainment and motivating people in govt.development activities.

At present 536 young boy and girls are working in 14 Community Radio Stations as rural level media professionals. We are providing continuous support to them through capacity development efforts, sectoral research & development and other technical inputs. You would be happy to know that, after having the training, the radio stations are in operation following the approved policy of the govt.

Also, we became able to know that there are 22 applicants received relevant security clearance and are now waiting for final approval from the Ministry of Information. We hope that a good number of new stations will soon come up by having licenses under your dynamic leadership. This is an undeniable fact that Ministry of Information is the forerunner for the present existence of 14 Community Radio stations and 100 broadcasting hours on our radio wave every day.

Therefore, to strengthen this success, we draw your attention and seek your leadership for community television policy 2012 soon.

We think that Community Television will also follow the policy guidelines of the govt, as it happens in the case of community radio operations, and telecast their programs in first 2 years through the cable operators.


You are also aware of the recently Ministry of Planning has already declared of Perspective Plan of Bangladesh. (2010-2012)  in which 07 priority issues have been identified. Some of those are as follows:

-          Achieving increased Growth rate and reduce poverty through participation
-    Ensuring institutional infrastructure for achieving higher growth rate and effective government mechanism
-          Achieving energy security to increase development and citizens' welfare
-          Mitigate Climate Change impacts
-          Accelerate new innovations on the backdrop of achieving the vision of Digital Bangladesh.

We think that Community Television can play very important role in achieving the above priorities of the Government.

Therefore, we draw your kind attention and leadership to formulate the Policy for Community Television as immediate as possible.

Sincerely Yours-



AHM Bazlur Rahman- S21BR
Chief Executive Officer
Bangladesh NGOs Network for
Radio and Communication


CC:

1.      Secretary, Ministry of Information
2.      Additional Secretary- Broadcasting, Ministry of Information
3.      Director General, Bangladesh Television
4.      Deputy Secretary- TV 

Community Radio delegation met newly appointed Information Minister

Community Radio delegation met newly appointed Information Minister

Community Radio delegation met newly appointed Information Minister


Community Radio delegation met newly appointed Information Minister



A high level delegation from the Community Radio sector met the newly appointed  hon’ble Minister for Ministry of Information Mr.Hasanul Haque Inu, MP at Bangladesh Secretariat on 19TH September at 12-30 P.M. 

The 6 members of the delegation included: Mr.Tarekul Islam (Radio Naf), Ms.Sabrina Sharmin( Community Radio Chilmari 99.2), Mahbubul Haque(Community Radio Barendra 99.2), Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer, Bangladesh NGOs  Network for Radio and Communication(BNNRC) Arif Shikdar (Community Radio Bikrampur 99.2 ) and Dr. Mohammad Jahangir Alam(Krishi Radio 98.8).

During the discussion with honorable Minister, the Initiators informed him the latest situation of the sector-the achievements, the challenges, the obstacles and opportunities.

The Minister paid deep attention to their discussion and assured them to do as much as possible from him and his Ministry for the better growth of community radio sector. He also expressed his interest to visit community radio stations whenever it will be appropriate for him. The delegation handed over a welcome crest to the Minister.



Bazlu
_______________________
AHM. Bazlur Rahman-S21BR
Chief Executive Officer
Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)
[NGO in Special Consultative Status with the UN Economic and Social Council]
&
Head, Community Media Academy

House: 13/1, Road: 2, Shaymoli, Dhaka-1207  Bangladesh
Phone:             +88-02-9130750                  +88-02-9138501      , Cell: +88 01711881647
Fax: 88-02-9138501-105, 


Tuesday, September 18, 2012

Heartiest Welcome to you as Hon’ble Minister For Ministry of Information of Bangladesh


Date: 19 September, 2012


Mr. Hasanul Haq Inu, MP
Hon’ble Minister
Ministry of Information
Bangladesh Secretariat
Government of the People’s Republic of Bangladesh


Subject:           Heartiest Welcome to you as Hon’ble Minister
For Ministry of Information


Dear Hon’ble Minister,
Greetings from Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)

Very Heartiest Welcome to you as Hon’ble Minister for Ministry of Information. We hope community media sector in Bangladesh [Community Radio & Community TV) will get better policy support from your dynamic leadership

In this opportunity we would like to brief you regarding the programs in community radio so far in Bangladesh. It is really amazing that toady 14 community radios are broadcasting 100 hours program in a day! I am proud to feel that community radio is taking place as an essential mass media within the lives of the rural people.

We give on thanks to Ministry of Information of Government of the People’s Republic of Bangladesh that they have approved community radio activities with the objectives to achieve empowerment and to ensure right to information of the rural people. What was once our dream now becomes a reality in 2012!



We could rightly identify that due to globalization, in receiving information and knowledge, the difference between urban and rural societies widened. As a result, people are losing access to the basic ingredients of life. As days go on they are becoming asset-less. On this context, we have started policy advocacy with government for community radio installation to exchange and disseminate information and knowledge effectively within the rural society.

We also believe that any good work needs devotion and dedication. We have now achieved community radio after 14 years of dedication.

However we did not fail! While we see 536 young boy and girls are now working as rural broadcasters in community radio stations. A total of 125 (98 male and 27 female) are now involved in community radio station management committees from the rural community and trying to achieve the ownership at the local level.

The government officials and civil society at upazila/district level have joined in CR station Advisory Committee and started motivating the mass people to take part in local development and entertainment by using community radio as a platform for mutual learning. In this way, these officials are taking a great role to build a knowledge-based society at rural level. Therefore our effort for 14 years was not mere wastage!   

The reality of today is that the bondage between the community radio and local-level radio stations are getting strengthened day-by-day. Community Radio has now become their part of life. Community Radio becomes the instrument for the livelihood battle of the rural people. We have now started advocacy with the government of Bangladesh on community television. We hope that community television will come into being within a short time.

We hope, under your dynamic  leadership  Ministry of Information will allow more community radio and open-up  community television for ensuring the voices for the voices of rural people of Bangladesh.

We solicit your special cooperation in this regard
Sincerely yours,



AHM. Bazlur Rahman-S21BR
Chief Executive Officer
Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)
[NGO in Special Consultative Status with the UN Economic and Social Council]
&
Head, Community Media Academy


Friday, September 14, 2012

অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা ২০১২



অনলাইন গণমাধ্যম পরিচালনা 
(খসড়া) নীতিমালা ২০১২ 

বিশ্বায়নের এই যুগে অনলাইনভিত্তিক সংবাদপত্র, টেলিভিশন ও বেতার শক্তিশালী ও কার্যকর প্রচার মাধ্যম। প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে মানুষের বাক ও ভাব প্রকাশের এই মাধ্যম অতি দ্রুততার সাথে বিশ্বব্যাপী প্রসার লাভ করেছে। প্রচলিত সংবাদপত্র, টেলিভিশন ও বেতারের বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ওয়েব বা ইন্টারনেটের মাধ্যমেও অনলাইন সংবাদ ও অনুষ্ঠানের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যা সম্প্রচার, প্রকাশনা, প্রদর্শন ও পরিচালনায় কোন বিধি বিধান বিদ্যমান নাই এবং এ সম্পর্কিত একটি নীতিমালা প্রণয়ন করা জরুরী।

১।    (ক) এই নীতিমালা “অনলাইন গণমাধ্যম পরিচলালনা      নীতিমালা ২০১২” নামে অভিহিত হবে।
(খ) জারির তারিখ থেকে এই নীতিমালা কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

২।    অনলাইন গণমাধ্যম পরিচালনার লক্ষ্যে আবেদন আহ্বান:
    (ক) শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা, প্রশিক্ষণ, গণসচেতনতা ও বিনোদনের পরিসর বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ গড়ে তোলার এবং বিশ্বব্যাপী এ সকল বিষয়াদি সম্প্রচারের অনলাইন গণমাধ্যম স্থাপনের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং সংশ্লিষ্ট ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রচার করে তথ্য মন্ত্রণঅলয় দরখাস্ত আহ্বান করবে।

    (খ) প্রয়োজনীয় তথ্যাবলী (অফিস অবকাঠামো, মোট জনবল ও নির্ধারিত ব্যাংক ব্যালেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাংবাদিকতায় অভিজ্ঞতার সনদপত্র)সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩।    মালিকানা সংক্রান্ত নীতিমালা
    (ক) অনলাইন গণমাধ্যম স্থাপনের জন্য আবেদনকারী ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক এবং কোম্পানীকে অবশ্যই বাংলাদেশী কোম্পানী হতে হবে।
    
    (খ) অনাইন গণমাধ্যমের মালিকগণ বেসরকারী মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের মত প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারকে আয়কর পরিশোধ করবেন।

৪।    লাইসেন্স আবেদনের নিয়মাবলী
    (ক) এই নীতিমালার অধীনে প্রদেয় লাইসেন্স ব্যতিরেকে কোন প্রতিষ্ঠান অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠা কিংবা পরিচালনা করতে পারবে না;
    
    (খ) আগ্রহী প্রতিষ্ঠান বা কোম্পানীকে অনলাইন গণমাধ্যমের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;

    (গ) সচিব, তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে;

    (ঘ) আবেদনকারী কোম্পানীকে অবশ্যই কোম্পানী আইন ১৯৯৪ এর আওতায় নিবন্ধিত হতে হবে;

    (ঙ) আবেদনকারী প্রতিষ্ঠানকে আবেদনের সাথে ফেরতযোগ্য আর্নেস্টমানি বাবদ সচিব, তথ্য মন্ত্রণালয় বরাবরে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করতে হবে;

    (চ) আবেদনে অনলাইন গণমাধ্যম স্থাপনের উদ্দেশ্য সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে;

    (ছ) কোন অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক সরকারের অনুমতিক্রমে একাধিক অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক হতে পারবেন;
    (জ) সরকারি/বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ঋণ/বিল/কর খেলাপী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ফৌজদারী অপরাধ বা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোন ব্যক্তি বা কোম্পানি আবেদন করতে পারবে না;
    (ঝ) লাইসেন্স প্রদানের পূর্বে সরকার কর্তৃক বিবেচিত আবেদনসমূহ নিরাপত্তা ছাত্রপত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অনুকূল নিরাপত্তা ছাড়পত্র না পাওয়া গেলে লাইসেন্স প্রদানের জন্য কোন আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না;

    (ঞ) সরকার কর্তৃক নির্বাচিত আবেদনকারীদের অনুকূলে লাইসেন্স প্রদানের পর বিটিআরসির নিকট থেকে অনুমোদন গ্রহণ করতে হবে:

৫। লাইসেন্স ফি
    লাইসেন্স গ্রহণকালে আবেদনকারী এককালীন ৫ (পাঁচ) লক্ষ টাকা তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল কপি মন্ত্রণালয়ে দাখিল করবে।

৬। লাইসেন্স নবায়ন
    (ক) প্রতি বছরে সংশ্লিষ্ট খাতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ফি প্রদান করে লাইসেন্স নবায়ন করতে হবে। সরকার প্রয়োজনে লাইসেন্স ফি পুন:নির্ধারণ করতে পারবে;

    (খ) লাইসেন্স-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩০ (ত্রিশ) দিন পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে এবং বিশেষ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন করতে ব্যর্থ হলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সারচার্জ জমা দিয়ে সর্বোচ্চ ০২ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে;

৭। জামানত
    লাইসেন্স গ্রহণকালে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে প্রদত্ত আর্নেস্টমানি বাবদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা পরবর্তীতে জামানত হিসেবে গণ্য হবে;

৮।  লাইসেন্স হস্তান্তরের বিধি নিষেধ
    সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোন লাইসেন্স বা এর উপর অর্জিত স্বত্ব বা শেয়ার সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তর করা যাবে না। তবে উভয় পক্ষের মধ্যে নিয়ম অনুযায়ী নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে সরকারি কোষাগারে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ফি প্রদান পূর্বক লাইসেন্স বা অর্জিত স্বত্ব বা শেয়ার হস্তান্তর করা যাবে।

৯। লাইসেন্স স্থগিতকরণ ও বাতিলকরণ
    সরকার নিম্নোক্ত এক বা একাধিক কারণে লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে:

    (ক) লাইসেন্স/চুক্তি সংক্রান্ত সরকারের কোন পাওনা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে;
    (খ) বিটিআরসি প্রদত্ত কোন শর্ত ভঙ্গ করলে;
    (গ) এই নীতিমালার কোন শর্ত/শর্তাবলি ভঙ্গ করলে; এবং
    (ঘ) সরকারের অন্য কোন নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে।

১০। অনলাইন সংস্করণ পরিচালনা
 সরকার কর্তৃক অনুমোদনকৃত বর্তমানে বিদ্যমান টেলিভিশন ও বেতার চ্যানেলসমূহ লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে অনলাইন সংস্কারণ পরিচালনা করতে পারবে। বিদ্যমান সংবাদপত্রসমূহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত রেখে অনলাইন সংস্করণ পরিচালনা করতে পারবে।

১১। পেশাগত ও কারিগরি মান
     (ক) আবেদনকারী প্রতিষ্ঠানকে পেশাগত ও কারিগরি মানসম্মত অনুষ্ঠান পরিচালনায় সক্ষম হতে হবে। প্রতিযোগিতামূলক পরিবেশে যাতে অনুষ্ঠানের মান সমুন্নত থাকে সেজন্য একাধিক প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানায় অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনার অনুমতি দেয়া যেতে পারে;

    (খ) শর্ত থাকে যে অনলাইন গণমাধ্যম সম্প্রচারের জন্য প্রযোজ্য ক্ষেত্রে International Telecommunication Union (ITU) ও বিটিআরসি আরোপিত সকল টেকনিক্যাল স্টান্ডার্ড, শর্ত ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা মেনে চলতে হবে;

    (গ) ব্রডকাস্টিং নীতিমালা, শর্তসমূহ, ফ্রিকোয়েন্সি, আন্তর্জাতিক রীতিনীতিসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের বা সরকার কর্তৃক দায়িত্ব প্রাপ্ত সংস্থা বা বোর্ড-এর প্রতিনিধিত্বের মাধ্যমে বা সম্মতিক্রমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন/বিটিআরসি কর্তৃক গৃহীত বা স্বীকৃত সিদ্ধান্ত অবশ্যই নে চলতে হবে;

    (ঘ) অনলাইন পত্রিকার ক্ষেত্রে পত্রিকার প্রতিটি কপিতে প্রকাশক ও সম্পাদকের নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে;

    (ঙ) অনলাইন পত্রিকার ক্ষেত্রে পরিচালনাকারীর ন্যূনতম ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে;

    (চ) অনলাইন গণমাধ্যম পরিচালনাকারীর (পত্রিকার ক্ষেত্রে সম্পাদকের) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক/সমমানের থঅকতে হবে এবং সাংবাদিকতায় প্রথম শ্রেণীর পত্রিকায় (সার্কুলেশন ভিত্তিক) ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা ও যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে;

    (ছ) উক্ত রীতিনীতি, নিয়ম-পদ্ধতি এবং শর্তসমূ এর প্রয়োগ বা প্রতিপালনের বিষয় সরকারের আদেশ-নির্দেশ অবশ্যই চূড়ান্ত বলে গণ্য হবে;

    (জ) যে কোন অনলাইন গণমাধ্যম টেক্সট, অডিও ও ভিডিও content অথবা একাধিক প্রকার content সমৃদ্ধ ওয়েবসাইট হোস্টিং করে তা পরিচালনা করতে হবে।

    (ঝ) সকল অনলাইন গণমাধ্যম বাংলাদেশে স্থাপিত সার্ভারে হোস্টিং করতে হবে। ডিএন এস আই (ডোমেইন নেইম সার্ভার ইন্টারনেট প্রটোকল) সম্পর্কে তথ্য মন্ত্রণালয় অবহিত থাকতে হবে।

    (ঞ) অনলাইন গণমাধ্যমের অন্য কোন দেশি বা বিদেশী গণমাধ্যম লিংক করা যাবে না।

১২।  সম্প্রচার সংক্রান্ত শর্তাবলি
    (ক) সম্প্রচারিত বিষয়সমূহের রেকর্ড (কনটেন্ট) ৯০ (নব্বই) দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে;

    (খ) তথ্য মন্ত্রণালয় বা সরকারের কোন এজেন্সি কর্তৃক চাহিত বা অধিযাচিত তথ্যাবলি লাইসেন্স গ্রহীতাকে নিয়ে খরচে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু (কনটেন্ট) অবশ্যই সরবরা করতে হবে এবং মনিটর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে;

    (গ) সরকার কর্তৃক জারিকৃত বিজ্ঞাপন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে;

    (ঘ) বেসরকারি মালিকানাধীন সংস্থা নিজস্ব ব্যবস্থাধীন প্রচার সময় (time slot) বিক্রয় করে বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে। তবে অনুমতিপ্রাপ্ত সংস্থা অন্য কোন সংস্থার নিকট প্রচার সময় বিক্রয় করলে অনুমতিপ্রাপ্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য সমগ্র নীতিমালা অন্য সংস্থার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। তবে কোন বিদেশী সম্প্রচার সংস্থার নিকট সরাসরি বা তাদের দেশী/বিদেশী এজেন্সীর মাধ্যমে প্রচার সময় (time slot) বিক্রয় করা যাবে না।

    (ঙ) বিজ্ঞাপন প্রচার সম্প্রচারিত অনুষ্ঠানসহ প্রতিদিনের মোট প্রচার সময়ের ২০% এর বেশী হবে না।

১৩। সংবাদ/অনুষ্ঠানাদি সম্প্রচারের শর্তাবলি
    (ক) অনলাইন গণমাধ্যম দেশী-বিদেশী ধারণকৃত অনুষ্ঠান প্রচার করতে পারবে। তবে সরকার কর্তৃক অনুমোদিত সেন্সর নীতিমালা সম্পূর্ণভাবে অনুসৃত হবে। কোন অবস্থাতেই বিদেশী অনলাইন গণমাধ্যম সংবাদ, সংবাদ পর্যালোচনা, টক-শো; আলোচনা, সম্পাদকীয় এবং সমসাময়িক ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান ও মন্তব্য সরাসরি সম্প্রচার বা ধারণকৃত বা যৌথ প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান প্রচার করা যাবে না।

    (খ) সংবাদ প্রচারের জন্য অনলাইন গণমাধ্যম নিজস্ব প্রক্রিয়ায় স্ক্রিপ্ট প্রণয়ন করতে পারবে। স্থানীয় সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের নীতিমালার প্রতিফলন থাকবে।

    (গ) মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, একযোগে বিনামূল্যে সম্প্রচার করতে হবে। সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসের সংবাদ/অনুষ্ঠানাদি যথাযথ গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। দেশের জরুরি জাতীয় প্রয়োজনে বা জনস্বার্থে প্রচারের জন্য সরকার যখন যে রকম নির্দেশ প্রদান করবে, তা যথাযথভাবে পালনপূর্বক প্রচার করতে হবে।

    (ঘ) সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রতিফলনসহ বিনামূল্যে সরকারি প্রেস নোট, বিজ্ঞপ্তি ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।

১৪।    নিম্নলিখিত সংবাদ/অনুষ্ঠানাদি সম্প্রচার করা যাবে না:

    (ক) দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভাষা-সংস্কৃতি, জনস্বাস্থ্য হানিকর এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান;

    (খ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান;

    (গ) হিংসাত্মক, সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধ সম্বলিত কোন সংবাদ/অনুষ্ঠান;

    (ঘ) দেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীর আবেগ-অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন অনুষ্ঠান, যা কোন ধর্ম, জাতি গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে মানহানিকর মন্তব্য প্রচার করে এবং যা সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করে, নারী-পুরুষ বৈষম্যকরণ ও শারীরিক অক্ষমতার ভিত্তিতে ঘৃণা বা মানহানি ঘটাতে পারে এমন সংবাদ বা অনুষ্ঠান;

    (ঙ) অশালীন বা আক্রমাণাত্মক কোন রসিকতা/গান/বিজ্ঞাপন/সংবাদ বা সাবটাইটেল সম্বলিত কোন অনুষ্ঠান, যা জনগণের নৈতিকতাকে কলুষিত, দুর্নীতিগ্রস্ত বা আহত করতে পারে এমন কো অনুষ্ঠান;

    (চ) মানহানিকর উপাদান বা জ্ঞাতসারে মিথ্যা বিষয়াদি রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান;

    (ছ) আদালত অবমাননার কোনো বিষয় রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (জ) বিচার বিভাগ/বাংলাদেশ সশস্ত্র বাহিনী/বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে কুৎসামূলক উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (ঝ) মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ ও সদাচরণ পরিপন্থী উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (ঞ) বাংলাদেশ দণ্ডবিধির অধীনে আমলযোগ্য কোনো অপরাধে উৎসাহ প্রদান, সাহায্য বা সহায়তা করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (ট) বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ক্ষতিকর কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (ঠ) উচ্ছৃঙ্খলতা, ধ্বংসযজ্ঞ, শিশু-কিশোর অপরাধ বা অপসংস্কৃতিকে আকর্ষনীয় ও উৎসাহিত করতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হতে পারে এমন কোনো অনুষ্ঠান যাতে শিশুদের জন্য তৈরী অনুষ্ঠানগুলিতে আপত্তিকর ভাষঅ বা তাদের পিতা-মাতা বা মুরব্বীদের প্রতি অশ্রদ্ধাজনক কিছু রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান;

    (ড) তথ্যের বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

    (ঢ) অন্য কোন আইন দ্বারা বারিত বা অসেন্সরকৃত কোন অশ্লীল অনুষ্ঠান এবং

    (ণ) পরবার ও বৈবাহিক সম্প্রীতির পবিত্রতার বিরুদ্ধে কোনো কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান।

    (ত) অনলাইন গণমাধ্যমে বাংলাভাষার, বিকৃতি ও শিক্ষা সংস্কৃতির পরিপন্থী অনুষ্ঠান প্রচার করা যাবে না।

১৫।  সম্প্রচার কার্যক্রম শুরুর সময়সীমা
    
    লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে লাইসেন্সপ্রাপ্তির ১ (এক) বছরের মধ্যে সম্প্রচার কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। তবে শর্ত থাকে যে, সরকার যুক্তিসঙ্গত মনে করলে এ সময়সীমা বৃদ্ধি করতে পারবে।

১৬।বার্ষিক ফি
    লাইসেন্স প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন প্রচারিত বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত মোট অর্থের শতকরা ২ ভাগ সরকারি কোষাগারে সংশ্লিষ্ট খাতে চালানের মাধ্যমে প্রতি অর্থ বছর শেষ হওয়ার ৪ (চার) মাসের মধ্যে জমা প্রদান করতে হবে।

১৭। জাতীয় রেগুলেটরি কমিটি
    (ক) জাতীয় রেগুলটরি কমিটি (National Regulatory Committee) গঠন:
    অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনায় নিম্নলিখিত কর্মকর্তাগণের সমন্বয়ে একটি ‘জাতীয় রেগুলেটরি কমিটি থাকবে। এ কমিটির গঠন প্রকৃতি নিম্নরুপ হবে:

(১) সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। -সভাপতি
(২) যুগ্ম-সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।-সদস্য
(৩) মহাপরিচালক, বাংলাদেশ বেতার, শাহবাগ, ঢাকা। - সদস্য
(৪) মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা।- সদস্য
(৫) সরকার মনোনীত বেসরকারি বেতারের একজন প্রতিনিধি। - সদস্য
(৬) সরকার মনোনীত ০২ (২) জন বিশিষ্ট নাগরিক। - সদস্য
(৭) সরকার মনোনীত বেসরকারি বেতারের একজন প্রতিনিধি - সদস্য
(৮) সরকার মনোনীত বেসরকারি টেলিভিশনের একজন প্রতিনিধি। - সদস্য
(৯) সরকার মনোনীত বাসসের একজন প্রতিনিধি। - সদস্য
(১০) তথ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি। -সদস্য
(১১) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের একজন প্রতিনিধি। - সদস্য
(১২) বিটিআরসি’র একজন প্রতিনিধি (পরিচালক বা তদূর্ধ্ব পর্যায়ের) - সদস্য
(১৩) যুগ্ম-সচিব (সম্প্রচার), তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা। - সদস্য-সচিব

(খ)। কমিটির কর্ম-পরিধি :
এই কমিটির কর্ম-পরিধি নিম্নরূপ হবে:
    (ক) সম্প্রচার সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং অনলাইন গণমাধ্যম পরিচালনায় সময়োপযোগী সংশোধনী সম্পর্কে পরার্শ প্রদান করা;

    (খ) “মনিটরিং কমিটিক”র রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা করা;

    (গ) অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কিনা সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

১৮। মনিটরিং কমিটি
    (ক) অনলাইন গণমাধ্যম মনিটরিং-এর লক্ষ্যে “মনিটরিং কমিটি” গঠন।

    অনলাইন গণমাধ্যমে সম্প্রচারিত সংবাদ/অনুষ্ঠান মনিটরিং-এর জন্য একটি “মনিটরিং কমিটি” থাকবে। এ কমিটির গঠন প্রকৃতি নিম্নরূপ হবে:

মনিটরিং কমিটি:
    (১) যুগ্ম-সচিব (সম্প্রচার), ঢাকা -সভাপতি
    (২) উপ-সচিব, (টিভি), তথ্য মন্ত্রণালয়, ঢাকা - সদস্য
    (৩) উপ-সচিব (বেতার), তথ্য মন্ত্রণালয়, ঢাকা - সদস্য
    (৪) উপ-সচিব (প্রেস), তথ্য মন্ত্রণালয়, ঢাকা - সদস্য
    (৫) বিটিআরসি এর প্রতিনিধি - সদস্য
    (৬) বাংলাদেশ টেলিভিশনের একজন প্রতিনিধি - সদস্য
    (৭) বাংলাদেশ বেতারের একজন প্রতিনিধ - সদস্য
    (৮) বাংলাদেশ সংবাদ সংস্থার একজন প্রতিনিধি - সদস্য
    (৯) সিনিয়র সহকারী সচিব (প্রেস/টিভি) - সদস্য সচিব
    (১০) পিআইডি (সংশ্লিষ্ট কর্মকর্তা) - ২ জন
    (১১) অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি - ৪ জন

(খ) কমিটির কার্যপরিধি:

(ক) অনলাইন গণমাধ্যমের সম্প্রচার কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নিকট প্রতিবেদন প্রদান;

(খ) অনলাইন গণমাধ্যম স্থাপন সংক্রান্ত নীতিমালা এবং চুক্তিপত্রে বর্ণিত শর্তাদি যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা তা পর্যালোচনা করে প্রতিবেদন প্রদান;

(গ) সম্প্রচার কার্যক্রমে কোন অনিয়ম কিংবা কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে এ ব্যাপারে সরকারের নিকট সুপারিশ প্রদান;

(ঘ) কমিটি কর্তৃক প্রতি মাসে একবার সভা আহ্বান করা এবং কর্যবিবরণী সরকারের নিকট যথাসময়ে প্রেরণ করা;

(ঙ) বিদ্যমান নীতিমালার প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে সুপারিশ করা।


১৯। আত্মপক্ষ সমর্থনের সুযোগ 
(ক) অনলাইন গণমাধ্যম বাতিল করার পূর্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে;

    (খ) উপ-ধারা (ক) এর অধীন লাইসেন্সধারীর কোন বক্তব্য থাকলে তা বিবেচনা করে সরকার জরিমানা/জামানত বাজেয়াপ্তকরণ অথবা যথাযথ ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্ট মেয়াদ পর্যান্ত লাইসেন্স স্থগিত রাখার নির্দেশ দিতে পারবে এবং

    (গ) কোন লাইসেন্স স্থগিত বা বাতিল করার পর্যায়ে সরকার আশু ব্যবস্থা গ্রহণ সমীচীন বিবেচনা করলে সংশ্লিষ্ট সম্প্রচারকেন্দ্রের প্রচার বন্ধ বা স্থগিত করার উদ্দেশ্যে উক্ত কেন্দ্রের যে কোন বা সকল যন্ত্রপাতি জব্দ করার আদেশ দিতে পারবে।

২০। হেফাজতকরণ
    বর্তমানে বিদ্যমান অনলাইন গণমাধ্যমের কোন টেলিভিশন, বেতার এবং সংবাদ পত্রকে এই নীতিমালা কার্যকর হওয়ার পর অনধিক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে এই নীতিমালার আওতায় লাইসেন্স করতে হবে।

(গত ১২ সেপ্টেম্বর সরকার এই খসড়া নীতিমালা ঘোষণা করে)